বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্রের আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে শুরু হয়েছে। ফলে এখন থেকে বিদেশি বিনিয়োগকারী ও কর্মীরা কাজের অনুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে জমা দিতে পারবেন। সম্প্রতি বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইস্যু করা ওয়ার্ক পারমিটের বিপরীতে নিরাপত্তা ছাড়পত্র বুধবার থেকে সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে। কোনো আপত্তি না থাকলে আবেদন যাচাইয়ের ২১ কার্যদিবসের মধ্যে নিরাপত্তা ছাড়পত্র মঞ্জুর হয়েছে বলে গণ্য হবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট অনুমতি বাতিল হয়ে যাবে। ২ সেপ্টেম্বর বিডার কার্যালয়ে আন্তঃসংস্থা বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত হয়, ভিসা নবায়ন ও ফি দেওয়ার প্রক্রিয়া ডিজিটালাইজেশন, নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু, ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে দেওয়ার সুযোগ ও আন্তঃসংস্থাগত ইন্টার অপারেবল ডেটাবেস তৈরির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে, এ বছরের ডিসেম্বরের মধ্যে তা শেষ হবে।