ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

নৌকা ডুবে মা-ছেলেসহ  তিনজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০১:০০ এএম

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে লংগদু উপজেলার গুলশাখালী থেকে মাইনীমুখের এফআইডিসি এলাকায় নিজেদের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। লংগদু উপজেলা প্রশাসন ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন ওই এলাকার আছির আলীর স্ত্রী সালমা বেগম (৩৮) ও তার ছেলে মাসুম (৫) এবং শিরিনা বেগমের ছেলে মো. রানা (৭)। শিরিনা একই এলাকার আরজ আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, ওই এলাকা থেকে কাপ্তাই হ্রদ দিয়ে একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন চালকসহ পাঁচজন। তাদের মধ্যে ছিলেন দুই নারী, দুই শিশু ও এক পুরুষ (নৌকাচালক)। পথে হঠাৎ ঝড় উঠলে নৌকা থেকে পড়ে সালমাসহ দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হন। অন্য দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার পরপরই শিরিনা বেগমকে (৪০) জীবিত এবং শিশু রানার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর বুধবার সকালে প্রথমে সালমার লাশ এবং বেলা ২টার দিকে নিখোঁজ অপর শিশু মাসুমের লাশ ভেসে উঠলে ডুবুরিদলের সদস্যরা উদ্ধার করেন। 

স্থানীয় স্কুলশিক্ষক মো. সোহেল কবির জানান, মঙ্গলবার সকালে একটি ছোট নৌকা নিয়ে পাঁচজন গুলশাখালীর আত্মীয় বাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় ফেরার পথে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে গেলে সালমাসহ দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হন। অপর দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 

লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন চৌধুরী জানান, বুধবার সকালে রাঙামাটি থেকে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এতে প্রথমে নিখোঁজ নারী, এরপর শিশু রানা এবং শেষে অপর শিশু মাসুমের লাশ উদ্ধার করা হয়েছে। 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাতে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক নারীসহ অপর দুই শিশুর লাশ ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার করেছে।