গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েল নৌবাহিনী বাধা দিচ্ছে। ছাড়াও বহরের কয়েকটি জাহাজে ইসরায়েলি সামরিক সদস্যদের প্রবেশের কথা শোনা যাচ্ছে। ফ্লোটিলার পথরোধের প্রতিবাদে আগামী শুক্রবার ইতালির বৃহত্তম শ্রমিক সংগঠনগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
এর আগে ইতালির নেপলসসহ বেশ কয়েকটি শহরে বুধবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান রেল স্টেশনগুলোতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে, এমন তথ্য দিয়েছেন ফ্লোটিলায় থাকা ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো ডা’আগস্টিনো।
গাজার কাছে পৌঁছানোর আগে ইসরায়েল ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাদের ‘পথ পরিবর্তন’ করতে বাধ্য করেছে। তবে ফ্লোটিলার পেছনের কিছু জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে।
ফ্লোটিলায় বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন বেসামরিক নাগরিক অংশগ্রহণ করেছেন, এদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
ইতালিয়ান শ্রমিক সংগঠন সিজিআইএল ও সিন্দাকাল ডি বেস (ইউএসবি) ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে ইসরায়েল খাদ্য ও ওষুধ সরবরাহ অবরুদ্ধ করে রেখেছে, যা গাজার লাখ লাখ মানুষের জন্য দুর্ভিক্ষ ও মানবিক সংকট সৃষ্টি করেছে।