ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

বাজারের চিত্র

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১২:০৩ এএম

বাজারের চিত্র পর্যালোচনায় দেখা যায়, গত ৩১ আগস্ট প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৫৯৪ পয়েন্ট। সেখান থেকে এখন ডিএসইএক্স ৫ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৭৯ পয়েন্ট।

অপরদিকে, ৩১ আগস্ট ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৮ হাজার ৪৮ কোটি টাকা। এখন ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ, বাজার মূলধন কমেছে ২ হাজার ৮৫ কোটি টাকা। এদিকে হাজার কোটি টাকার ওপরে উঠে যাওয়া লেনদেন এখন ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। শেষ ১৫ কার্যদিবসের ডিএসইতে হাজার কোটি টাকার লেনদেনের দেখা মেলেনি।