আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দুই দলের ম্যাচটি শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আফগানরা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে, এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করার লক্ষ্য থাকবে আফগানিস্তান দলের। প্রত্যাশা করা হচ্ছে, দুই দলের ম্যাচটিতে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে এবং উপভোগ্য একটি ম্যাচ হবে।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাওহিদ হৃদয় মিলে শত রানের জুটি উপহার দিলেও অন্য ব্যাটসম্যানরা নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারেননি। তাদের অসহায়ত্ব মাঠে ফুটে উঠেছে। যে কারণে স্কোর বোর্ডে লড়াই করার মতো বড় পুঁজি পায়নি বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচ সহজেই জিতেছে আফগানরা। ম্যাচটিকে বিশেষ করে ব্যাটসম্যানদের ডট বল খেলার বিষয়টি সবার নজরে এসেছে। গত ম্যাচে ১৬৯টি ডট বল খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে আলো ছড়ানো সাইফ হাসান অভিষেক ওয়ানডে ম্যাচে ২৬ রানের বেশি করতে পারেননি। তবে গত ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফেরার চেষ্টায় থাকবেন ব্যাটসম্যানরা।
বিশেষ করে একাদশে সুযোগ পেলে জাকের আলী নিজের সেরাটা নিংড়ে দেওয়ার চেষ্টা করবেন। তার ব্যাটিং নিয়ে বেশ কথা হচ্ছে। ব্যাট হাতে সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করবেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। অন্যদিকে, বোলিংয়েও যে গত ম্যাচে ভালো কিছু করেছে বাংলাদেশ, সেটি বলা যাবে না। বোলাররাও প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি। সব মিলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।
হার দিয়ে সিরিজ শুরু হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। সিরিজে ফেরার প্রত্যয় নিয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। সিরিজে ঘুরে দাঁড়ানোর আশার কথাই বলেছেন অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘আমাদের হাতে দুই ম্যাচ বাকি আছে। সুযোগ আছে আরও ভালো করার। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমি আত্মবিশ^াসী আছি, ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’
অন্যদিকে, জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি নন আফগান অধিনাযক হাসমতউল্লাহ শহিদি। ব্যাটসম্যানদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা তার। বোলিংয়ে বিপজ্জনক দল আফগানিস্তান। পাশাপাশি যদি ব্যাটিংয়ে ভালো করে তারা, তাহলে ম্যাচের ফল নিজের পক্ষে নিয়ে যেতে পারে। আজ আফগানিস্তানের সিরিজ জয়, নাকি বাংলাদেশের ফেরাÑ সেটিই দেখার অপেক্ষা।