ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বললেন তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১২:১৭ এএম

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই।’

বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন আবশ্যক মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘একটি রাষ্ট্রে সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। শিক্ষাই হচ্ছে একটি জাতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত।’

তারেক রহমান বলেন, ‘সারা দেশের স্কুল-মাদ্রাসার কিশোর-তরুণ শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে সব ধর্মের নির্দেশনা ও শিক্ষার গুরুত্ব সর্বাধিক। আমাদের কোরআনের প্রথম আয়াতটিই হচ্ছে, ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’Ñ এর অর্থ হলো ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’। এই মুহূর্তে তোমাদের বন্ধু হিসেবে, তোমাদের ভাই হিসেবে একটাই আমার পরামর্শ, লেখা পড়া, লেখা পড়া এবং লেখা পড়া।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় সন্তানেরা, বিশ্ব বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে কিন্তু প্রবেশ করেছে। মেধাবিদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত। জ্ঞান-বিজ্ঞান ও মেধাÑ প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র। মাদ্রাসা কিংবা স্কুল যেখানেই তোমরা পড়ালেখা কর না কেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে তোমোদের টিকে থাকতে হলে, যথোপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে। জ্ঞানে-বিজ্ঞানে পারদর্শী হতে হবে। ব্যাবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে আমি লক্ষ্য করেছিলাম, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তারেক রহমান কেবল ঘরে বসে রাজনীতি করেননি, তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলেছিলেন। তিনি লন্ডনে থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, তাদের কথা শুনছেন।’

মঈন খান আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের যে আলোচনা এখন চলছে সেটি তারেক রহমান আড়াই বছর আগে উপস্থাপন করেছেন। তাই বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই-বরং অন্যদের তার কাছ থেকে শেখা উচিত।’