ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এনক্রিপশন, ভিডিও-অডিও কলের সুবিধাসহ এক্সে চ্যাটিং চালু

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:৫২ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার) অবশেষে তাদের বহু প্রতিশ্রুত মেসেজিং প্ল্যাটফর্ম ‘চ্যাট’ উন্মোচন করেছে। পুরোনো সরাসরি মেসেজ ব্যবস্থার জায়গায় এখন আরও আধুনিক ও সমৃদ্ধ ফিচার থাকছে। নতুন এই আপডেটে যুক্ত হয়েছে ভয়েস ও ভিডিও কলিং, ফাইল শেয়ারিং, আগে পাঠানো মেসেজ সম্পাদনা ও মুছে ফেলার সুবিধা, এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনসহ গোপনীয়তাকেন্দ্রিক বেশকিছু ফিচার। এ ছাড়াও রয়েছে স্ক্রিনশট নোটিফিকেশন। এক্স জানিয়েছে, আপাতত আইওএস এবং ওয়েব প্ল্যাটফর্মে চ্যাট চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েডে ফিচারটি খুব শিগগিরই আসবে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ভয়েস মেমো পাঠানোর সুবিধা যোগ করার কাজও চলছে।

গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি নতুন চ্যাট ফিচার নিয়ে ইঙ্গিত দিয়ে আসছিল। এ বছরের শুরুতে এক্স সীমিত আকারে এনক্রিপ্টেড মেসেজিং চালু করলেও মে মাসে অজানা কিছু সমস্যার কারণে তা স্থগিত করে। এখন নতুন আপডেটে আগের সীমাবদ্ধতা দূর হয়েছে বলে জানানো হয়েছে।

এক্স-এর হেল্প সেন্টারের তথ্যে বলা হয়েছে, এখন থেকে গ্রুপ মেসেজ, মিডিয়া ও এনক্রিপশনের আওতায় আসবে। তবে প্রাপকের তথ্যসহ কিছু মেটাডেটা এনক্রিপ্ট হবে না। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছে এক্স। তারা জানায়, এখনো ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ ঠেকানোর সুরক্ষা তারা দিচ্ছে না। অর্থাৎ কোনো কারণে, হোক তা প্রতিষ্ঠানের ভেতরের কেউ বা আইনি বাধ্যবাধকতা, এনক্রিপ্টেড চ্যাটে হস্তক্ষেপ করা হলে, ব্যবহারকারী তা টেরও পাবেন না।