যৌতুকের চাপ সহ্য করতে না পেরে স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে এক বছরের শিশুসন্তান রেখে আত্মহত্যা করেছেন দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মেঘনা (২০) নামে এক গৃহবধূ। স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেনÑ মৃত মেঘনার স্বামী (১) রিফাত ২৫ পিতা মৃত আজগার আলী (২) শাশুড়ি রুকসানা বেগম ( ৫৫) স্বামী মৃত আজগর আলী উভয়ের সাং রাজবাড়ী কোদালপাড়া সুখসাগর, সদর, দিনাজপুর ।
স্থানীয় এবং অভিযোগ সূত্রে, জানা যায় বিয়ের পর প্রায় সময় স্বামী এবং শাশুড়িসহ নানাভাবে যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় পারিবারিক কলহের জেরে দিনাজপুর সদর উপজেলার কাঞ্চন কলোনি বাসিন্দা মো. আরজু, মেয়ে মোসাম্মৎ মেঘনা (২০) আত্মহত্যা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতনদের জন্য প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা কিনা ময়নাতদন্ত রিপোর্ট আসলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

