রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে দুর্গম পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে প্রায় ৪৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর ইন্টারফ্যাক্সের।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আন-২৪ মডেলের বিমানটি চীনা সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের কাছে পৌঁছানোর আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের এই বিমানটি তখন রুটিন ফ্লাইটে ছিল। বিধ্বস্ত বিমানটিতে ৪৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ।
বিধ্বস্ত বিমানটি ৫০ বছরেরও বেশি পুরোনো ছিল বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এদিকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, রোসাভিয়াতসিয়ার (রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ওই বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা বলেন, ‘তল্লাশি অভিযান চালানোর সময় রোসাভিয়াতসিয়ার (রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) একটি মিগ-৮ হেলিকপ্টার উড়োজাহাজটির ফিউজালাজ (মূল কাঠামো) আবিষ্কার করে। সেটি আগুনে জ্বলছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি পরিষেবার এক কর্মকর্তা রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে, বিমানের সব আরোহী নিহত হয়েছেন। উদ্ধারকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে অবতরণ করতে পারেনি। কারণ এটি একটি দুর্গম, পাহাড়ি এলাকা। সেখানে আগুন জ্বলছে। উদ্ধারকাজে বিমান, হেলিকপ্টার ও গ্রাউন্ড টিম অংশ নেয়। বহু সময় ধরে অনুসন্ধানের পর অবশেষে আগুনে পুড়ে যাওয়া ফিউসেলাজ দেখতে পান হেলিকপ্টারের ক্রুরা। আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে আমুর অঞ্চলের টিন্ডা শহরে বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা অবস্থায় আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি খবরোভস্ক থেকে যাত্রা শুরু করে, ব্লাগোভেশচেনস্কে থেমেছিল এবং এরপর টিন্ডা যাচ্ছিল। বিমানটির আরোহীদের মধ্যে ছয়জন ছিলেন ক্রু সদস্য।
জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, রাডার থেকে ‘অদৃশ্য’ হওয়ার আগে বিমানটি থেকে কোনো বিপদ সংকেত জারি বা কোনো কারিগরি সমস্যার কথাও জানানো হয়নি। উদ্ধারকারী দলগুলো পরে ৩০ হাজারেরও কম জনসংখ্যার শহর টিন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে বিমানটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পায়।
আপনার মতামত লিখুন :