ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পাহাড়ে দুই সংগঠনের গোলাগুলি, নিহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:৩২ এএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী বাবুছড়া ইউনিয়নের পাহাড়ি দুর্গম নাড়াইছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের (জেএসএস-ইউপিডিএফ) মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিহত হওয়ার ঘটনাকে গুজব বলে দাবি করছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত গ্রুপ)। 

গতকাল শনিবার দুপুরে সংগঠনের তথ্য প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে এমন দাবি করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।

বিবৃতিতে অংগ্য মারমা বলেন, দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি জোড়াসিন্ধু কারবারিপাড়ায় জনসংহতি সমিতির (পিজেএসএস সন্তু গ্রুপ) সঙ্গে গোলাগুলির ঘটনা এবং তাতে ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার তথ্য ইউপিডিএফের কাছে নেই। তিনি এই ঘটনাকে কাল্পনিক ও গুজবভিত্তিক বলে উড়িয়ে দেন।

অংগ্য মারমা বিবৃতিতে দাবি করেন, তাদের গণমুক্তি ফৌজ কিংবা পিপলস লিবারেশন আর্মি নামে কোনো সামরিক শাখা নেই। তাই এ ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

তবে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৮টায় বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি ‘জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার কথা আমরাও শুনেছি। তবে ঘটনাস্থল অতিদুর্গম হওয়ায় সেখানে পুলিশের পক্ষে এককভাবে যাওয়া সম্ভব নয়।’ 

তিনি আরও বলেন, ‘হতাহতদের কারো পরিচয় জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোনো লাশও নেই বলে জানা গেছে। সেনাবাহিনী এবং বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে, তাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারলে নিহত হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাবে।’

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছতে দেরি হবে।