রাজধানীতে দিন-দুপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছে। মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফজলে রাব্বি সুমন (২৫)। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামে।
মৃত সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার বলেন, তাদের বাড়ি ভোলার সদর উপজেলার পক্ষিয়া গ্রামে। সুমনের বাবার নাম বশির উদ্দিন। বর্তমানে মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে থাকতেন। সেখানে একটি হার্ডওয়ারের দোকানে কাজ করতেন সুমন।
নিহতের স্ত্রী আরও জানান, সুমন বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে গিয়েছিলেন। সেখানে মুন্না নামের এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নেয়।
নিহতের বন্ধুরা জানান, দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের গেটে গেলে এক ছিনতাইকারী সুমনের মোবাইলফোন নিয়ে কাড়াকাড়ি করে। এ সময় সে মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী তার পায়ের উরুতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইলফোন নিয়ে চলে যায়। পরবর্তীতে সুমনের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভোলা থেকে সুমনের বাবা মো. বশির আহমেদ গতকাল বিকেলে মোবাইলফোনে বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি, আমার ছেলেকে কেউ মেরে ফেলেছে। আমি এখন ঢাকায় যাচ্ছি। শুনেছি তার লাশ ঢাকা মেডিকেলে রাখা হয়েছে’।