গত ১৯ আগস্ট মঙ্গলবার দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘দিনভর ঘুম, রাতভর চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত নিউজের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা। তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি চক্র তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।