ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

এনসিপির রাজশাহী  জেলা যুগ্ম সমন্বয়ক  মায়ার পদত্যাগ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দলের সব কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় জলিল বিশ্বাস মার্কেটের সামনে সংবাদ সম্মেলনে করে তিনি এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে মায়া বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এরপর থেকে দলের দায়িত্ব পালনের সময় নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করে গেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সততার সঙ্গে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

মায়া আরও জানান, মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় পদত্যাগকেই তিনি শ্রেয় মনে করেছেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এনসিপি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।

এনসিপি একটি একনিষ্ঠ দল মন্তব্য করে মায়া বলেন, এই দলের ওপর সাধারণ জনগণের অনেক আশা-আকাক্সক্ষা জড়িয়ে আছে। আমি চাই এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক। সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকেরাও উপস্থিত ছিলেন।