সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০১:৩৭ এএম

মেহেরপুর সদর

বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০১:৩৭ এএম

বিলে শাপলা তুলতে গিয়ে  চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু

  • রোববার বিকেলে চার স্কুলশিক্ষার্থী বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়

মেহেরপুর সদরের রাজনগর গ্রামে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলোÑ উপজেলার রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের বড় মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও ছোট মেয়ে আফিয়া (১০), ইসা আলীর মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া (১০)। এদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে চার শিশু বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন তাদের খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সাফিনাজ আরা বলেন, ‘ওদের সবাইকেই চিনি। ওরা চাচাতো বোন। বিকেলে তারা বিলে ফুল সংগ্রহ করতে নামে। পরে শুনেছি পানিতে ডুবে তারা চারজন মারা গেছে। প্রায়ই তারা বিলে শাপলা তুলতে যেত।’

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী শাহজাহান আলী বলেন, ‘বিলে খুব পানি নেই। তবে বিলের মাঝখানে একটি বড় গর্ত আছে। চার শিশু সেখানেই ডুবে মারা গেছে। খবর পেয়ে বিলের পানি থেকে চার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, চার শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!