ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:২১ এএম

পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সবুজ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আটক সবুজ হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।  ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৫ ভরি সোনা, ৮ ভরি রুপা, একটি স্মার্টফোন ও ১৩ হাজার ৫০০ টাকা লুট করে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত স্থানীয়রা আটক দুজনকে মারধর করলে তারা গুরুতর আহত হয়।

অনুকূলের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে সোনার চেনসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করেন। যারা পালিয়ে গেছে, তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।