ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ইতালিতে বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:২০ এএম

ইতালির রোমে অন্যতম সামাজিক সংগঠন বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির  আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। যান্ত্রিক জীবন উপেক্ষা করে রোমের অদূরে সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের

গতকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। 

বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি রোমÑ ইতালী সভাপতি মো. আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বনভোজনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি ও ইতালিস্ত নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা হাজি সেলিম ভূঁইয়া, ইতালিস্ত নরসিংদী জেলা বিএনপির সভাপতি জলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইবনে খৈয়াম সাথী, অর্থ সম্পাদক রমজান মাস্টার, ইতালিস্ত নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা হক মিয়া, ইলিয়াস মাস্টার।

বনভোজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহসভাপতি রাহমত উল্লাহ প্রধান, সহসভাপতি নুরু মিয়া, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সহসাধারণ সম্পাদক মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেলিন, সহসাংগঠনিক সম্পাদক কাসেম চৌধুরী, প্রচার সম্পাদক মিয়া সেলিম। সংগঠনের উপদেষ্টা ইয়াসিন হোসেন রাজিব, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, সেলিম খলিফা, সম্মানিত সদস্য রুহুল আমিন শ্যামল, সদস্য শাহাদত চৌধুরী প্রমুখ।

ইতালিস্থ বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ এক যুগের উপর হয়েছে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ কাজে নিয়োজিত হওয়া। যারা  বিভিন্ন পথে ইতালিতে আসছে তাদের কাগজপত্র, কাজ,ও যেকোন সমস্যার সমাধানের লক্ষ্য এই সমিতির কার্যক্রম পরিচালিত হয়। আমি সভাপতি হওয়ার পর থেকে মরনোত্তর ফান্ড তৈরি করেছি।যার মাধ্যমে যে কোন মানুষ যদি বিদেশে মারা যায় অথবা এক্সিডেন্ট করে এই ফান্ডের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে। এই সমিতি শুধু বিদেশেই নয় বাংলাদেশে তার নিজ থানা বেলাবতে যেকোনো দুর্দিনে দুঃসময়ে সমাজের কল্যাণকামী কাজে ভূমিকা রেখে আসছে। 

অনুষ্ঠানটি শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্রয়ের মধ্য দিয়ে।যেখানে টেলিভিশন, মোবাইল,  মাইক্রো ওভেন, ফেন,হিটার সহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার ছিল অতিথিদের জন্য।।