ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সিলেটে আসামি খালাস পাওয়ায় আদালত প্রাঙ্গণে হামলা, আহত ২

সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:৩০ এএম
সিলেট

সিলেটে যৌতুক মামলায় খালাস পাওয়ায় আসামির ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে বাদীপক্ষ। এতে আসামিপক্ষের দুইজন গুরুতর আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে ১২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ষ্ঠ তলায় এ মামলার রায় ঘোষণা হয়।

বিশ্বনাথ থানায় করা সিআর মামলায় একমাত্র আসামি মো. আব্দুস শুকুরকে (৪০) খালাস দেন চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক আব্দুল্লাহ আল নোমান। রায় ঘোষণার পর মামলার বাদী নুরজাহান বেগম (৩৮) আদালতের ৬ষ্ঠ তলা থেকে দৌড়ে ৩য় তলায় গিয়ে আসামিপক্ষের ওপর চাকু, হাতুড়ি ও সিলেরেঞ্জ নিয়ে অতর্কিত হামলা চালায়।

সঙ্গে ছিলেন তার ছোট ভাই মনজাম মিয়া (২৮)। এতে দুজন গুরুতর আহত হন। আহতরা হলেনÑ সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা জামাল উদ্দিন (৫৭), সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা সাদিকুর রহমান (২৯)। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, আসামিপক্ষ নিজেদের রক্ষা করতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আশ্রয় নেন।

আদালতের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও আইনজীবীদের দ্রুত হস্তক্ষেপে হামলাকারী নুরজাহান বেগম ও তার ভাই মনজাম মিয়াকে আটক করে তাদের কাছ থেকে চাকু, হাতুড়ি ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। 

সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বলেন, ‘আদালত প্রাঙ্গণে মামলার রায়ে খালাসপ্রাপ্ত আসামির ওপর ক্ষুব্ধ হয়ে বাদিনী ও তার ভাই হামলা চালিয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’