আগামী নির্বাচন যেন না হয়, বিএনপি যেন ক্ষমতার যেতে না পারে, সে জন্য জামায়াতে ইসলাম নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল। গতকাল বুধবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নারায়ণপুর কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এ কথা বলেন।
সরদার সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, জামায়াতে ইসলামী গণতন্ত্রকে হত্যা করতে চায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করে পিআর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাসুদ মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সল্লাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল হক তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিন মোল্লাসহ প্রমুখ। এ সময় প্রয়াত বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।