ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

দায়িত্ব পেয়েই কর্মকর্তাদের  হুঁশিয়ারি নতুন জনপ্রশাসন  সচিবের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:০৯ এএম

নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কর্মকর্তারা ক্ষমতার সঠিক ব্যবহার না করলে শাস্তির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ার করেছেন নতুন জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক। তিনি বলেছেন, প্রিসাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন, উনি যদি ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে তার বিচার হবে। তাদের ভয়ের কিছু নাই, গোলমাল করলে নির্বাচন বন্ধ করে দেবে। এটা প্রধান নির্বাচন কমিশনারের কথা, আমারও কথা।’

দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই নতুন জনপ্রশাসন সচিবের এই সতর্কবাণী এলো। জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি তিন সপ্তাহ শূন্য থাকার পর গতকাল রোববার এহছানুল হককে সেই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এত দিন তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বে ছিলেন। গতকাল দুপুরের দিকে দপ্তরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহছানুল হক বলেন, তিনি ‘দলীয় নির্দেশনার ঊর্ধ্বে উঠে’ দায়িত্ব পালন করবেন।’ তিনি বলেন, ‘আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি। এখনো করি না, ভবিষ্যতেও করব না।’

নির্বাচনের আগে মাঠ প্রশাসনের ডিসি-ইউএনও পদে কোনো পরিবর্তন আসবে কি না জানতে চাইলে এহছানুল হক বলেন, ‘এটা নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেছেন। এ ছাড়া প্রশাসনিক একটা কমিটি আছে। সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। আমরা ৮২ ব্যাচের অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করেছি। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবে। যদি কেউ নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কোনো অফিসারের যদি দলীয় সম্পৃক্ততা পাওয়া যায়, উনাকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখব।’

এহছানুল হক ১৯৮৩ সালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১-০৬ সময়ে বিএনপি সরকারের আমলে তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব, ঝালকাঠির জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭-০৮ সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

আরও ২ সচিবকে বদলি: 

প্রশাসনে কর্মরত সচিব পদমর্যাদার ২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।