ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০১:৫৫ এএম

নড়াইলের লোহাগড়ায় মিথ্যা মামলা দিয়ে সেই মামলা থেকে নাম বাদ দিতে অর্থ নেওয়ার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মিঠাপুর বাজারে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধকারীরা বলেন, গত ৪ অক্টোবর বিকেলে মিঠাপুর বাজারের পাশে নিজ বাড়িতে রূপকুমার ও তার ছেলে হৃদয় মারামারি করছিল। তখন হাসিবুল নামে এলাকার এক ছেলে সেখানে দাঁড়িয়েছিল। এ সময় মারামারির ভিডিও করার ‘মিথ্যা দাবি’ করে হাসিবুলকে মারধর করে ফোন ও টাকাপয়সা কেড়ে নেয় তারা। পরদিন লোহাগড়া থানায় ১১ জনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মিথ্যা মামলা দেন। নিজেরা মারামারি করলেও টাকা হাতানোর জন্য অন্যদের নামে মামলা করেছে। এভাবে তারা নিরীহ মানুষদের আসামি করে হয়রানি করছে।