বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ রাশেদ ওরফে রুবেল (২৬) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। পুলিশ জানায়, গত শনিবার দুপুরে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের ফরিদুল ইসলাম তার মোটরসাইকেলটি বাড়ির সামনে রাখেন। কিছুক্ষণ পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি না পেয়ে থানায় মামলা করেন। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার এলাকা থেকে রাশেদ ওরফে রুবেলকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি জব্দ করেন। এ সময় চোরচক্রের কয়েকজন পালিয়ে যায়।