ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চাঁদা না পেয়ে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০১:৫৯ এএম

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযুক্তরা এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে কেউ কেউ বিএনপির নেতাদের ছত্রছায়ায় প্রভাব বিস্তার করে আসছেন।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের বাবুপাড়া মহল্লার হিন্দু সম্প্রদায়ের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর মহল্লার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ। জীবনের নিরাপত্তা চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাতটি পরিবার।

এদিকে নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের বিচার চেয়ে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেছে ৭ পরিবারের সদস্যসহ এলাকার শতাধিক নারী-পুরুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের সাতটি পরিবার শত বছরেরও বেশি সময় ধরে বসবাস করেন। সম্প্রতি স্থানীয় রবি (৪০), হামিদুলসহ কয়েকজন তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে গ্রাম থেকে উচ্ছেদ ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তবে অভিযুক্ত রবি ও হামিদুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।