গত কয়েক বছরে দেশে কোটিপতির সংখ্যা যেভাবে বেড়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘কিছু মানুষ আরও বড় লোক হবে, কিছু মানুষ আরও দরিদ্র হবে। এটা সবার জন্য উন্নয়ন না।’ গতকাল বুধবার জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে গত কয়েক বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমে বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি। এটা উদ্বেগের বিষয়। অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন এই উন্নয়ন অসম উন্নয়ন।’
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘শহিদ জিয়া চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন। আর সে জন্যই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে, সেই জন্য তিনি শিল্প প্রতিষ্ঠা করেছিলেন, যে শিল্পগুলোতে লোকের বেশি কর্মসংস্থান হবে। সেই জন্যই তিনি কৃষিতে উৎপাদনের পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। ক্ষুদ্র ও কুটিরশিল্পকে নানাভাবে সহযোগিতার ব্যবস্থা নিয়েছিলেন।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সামনে রেখে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়। নজরুল ইসলাম খান বলেন, ‘কিছু দিনের মধ্যেই নির্বাচন আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে, শহিদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদের মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে।’
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার-প্রকাশনাবিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম মন্জুরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবীর খান, ফিরোজ উজ জামান মোল্লা ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।

