সময়ের সঙ্গে মানুষ গতিশীল হচ্ছে। পাল্টাচ্ছে মানুষের রুচিও। তাই কোথাও যাওয়ার সময় অনেকেরই পছন্দ এখন আকাশপথ। তবে সমস্যা হচ্ছে বাস, ট্রেনে বা জাহাজে যে পরিমাণ ওজনের লাগেজ নেওয়া যায়, বিমানে তা সম্ভব হয় না। বিষয়টি অনেকের পছন্দ নয়। কেননা অতিরিক্ত ট্যাক্স দিতে তারা রাজি নন।
সম্প্রতি বিমানের এক ফ্লাইটে এমনই এক যাত্রীর কা-ে হতভম্ব হয়ে পড়েছেন অনেকেই। লিসল ফিল লিসল নামে কার্ডিফের এক ব্যক্তি গত মাসে তার বন্ধুদের সঙ্গে ৬০তম জন্মদিন উদযাপনের জন্য ইজিজেটে ব্রিস্টল থেকে স্পেনের বেনিডর্মে ভ্রমণ করেছিলেন। বিস্টল বিমানবন্দরে তার সঙ্গে থাকা একটি চামড়ার ব্যাগ ওজন করার পর তাকে জানানো হয়, অতিরিক্ত ওজনের কারণে তাকে অতিরিক্ত ৪৮ ডলার ফি দিতে হবে।
ফিল জানান, বেনিডর্ম থেকে বাড়ি ফেরার আগে আমি ভিন্ন কিছু পরিকল্পনা করি। আমার সঙ্গে থাকা ব্যাগে শুধু এক জোড়া জুতা রাখি। আর আমার যত পোশাক ছিল, সবই নিজের গায়ে জড়িয়ে নেই। আমার কাছে ছিল ১৩টি শার্ট, দুই জোড়া ট্রাউজার, চার জোড়া হাফপ্যান্ট এবং পাঁচ জোড়া আন্ডারপ্যান্ট। আমি এসবের সবই পড়েছিলাম।
আমি অক্টোপাস হতে পারলে হয়তো সবগুলো জুতাও পরে নিতাম। তিনি বলেন, আমি আগে ছোট পোশাকগুলো পরেছি। তারপর বড় পোশাকগুলো গায়ে জড়িয়েছি। এভাবে আমি আমার সবগুলো পোশাক গায়ে জড়িয়ে নিয়েছিলাম।
এতগুলো পোশাক পরে আমার হাঁটতে খুব কষ্ট হতো। আমি মনে করলাম, বিমানে উঠার আগেই আমাকে কেউ থামাবে। কিন্তু কেউ আমাকে থামায়নি। বিমানবন্দরের নিরাপত্তা ও শুল্কধাপ পার হয়ে তিনি বিমানে উঠে যান। পরে বাথরুমে যান এবং সব পোশাক খুলে ফেলেন। ফিল বন্ধুদেরকে বিষয়টি ভিডিও করতে বলেন।
এর মধ্যেও আশঙ্কা করছিলেন, কেউ তাকে আবার সমস্যায় ফেলে কি না। তবে বিমানকর্মীরা তার বিরুদ্ধে আর কোনো নালিশ করেননি। বরং বিমানযাত্রীদের সঙ্গে তারাও মজায় মেতে ওঠেন। এমনকি সফর শেষে তিনি যখন বিমান থেকে নেমে যাচ্ছিলেন, তখন সেই বিমানকর্মীরাই তাকে সব শার্ট নিয়ে যাওয়ার বিষয়টি মনে করিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :