বন্ধুসুলভ আচরণের জন্য ম্যাক্স নামের একটি বিড়াল সম্মানসূচক ‘ডক্টর অব লিটার-এচার’ ডিগ্রি লাভ করেছে। শনিবার (১৭ মে) বিড়ালটিকে এই ডিগ্রি দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি।
ম্যাক্স ও তার ডিগ্রি: ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস এক বিবৃতিতে জানায়, ইঁদুর শিকার বা ঘুমানোর জন্য ম্যাক্সকে এই ডিগ্রি দেওয়া হয়নি। বরং বন্ধুসুলভ আচরণের জন্যই এই সম্মান পাচ্ছে সে। ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ম্যাক্স অনেকদিন ধরেই ক্যাসেলটন পরিবারের আদরের সদস্য।
বিড়ালটির বসবাস ক্যাম্পাসের কাছাকাছি অবস্থানে থাকা একটি পরিবারে। সেখান থেকেই ম্যাক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যেত এবং শিক্ষার্থীদের সঙ্গে মজা করত। এভাবে বিড়ালটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
বিড়ালটির মালিক অ্যাশলে ডাও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে যেতে ম্যাক্স সেখানে একটি পরিচিত মুখ হয়ে ওঠে। শিক্ষার্থীরাও বিড়ালটিকে দেখলে খুশি হতো। তাকে কোলে নিয়ে ছবি তুলত। শিক্ষার্থীদের সঙ্গে বিড়ালটির ঘনিষ্ঠতা এতটাই যে, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত ম্যাক্স।
ম্যাক্স: ম্যাক্সের এই জনপ্রিয়তার দিকে লক্ষ্য করে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটার-এচার’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির ক্যাসেলটন ক্যাম্পাস। তবে সমাবর্তন অনুষ্ঠানে যাওয়া হবে না ম্যাক্সের বরং পরবতীতে কোনো একসময় তার মালিক ডাওয়ের কাছে এ সম্মাননা হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :