কোনো প্রাণীর জন্মদিনে আয়োজন হয় কেক কাটা আর কনসার্টের? শুনলে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায়, যেখানে ১৮৮ বছর বয়সি কচ্ছপের জন্মদিন উদযাপন করা হলো জমকালো আয়োজনে। কচ্ছপটির নাম জনাথন, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী। জন্মদিন উপলক্ষে তার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ শাক-সবজির কেক। কেকটি সাজানো হয়েছিল লেটুস পাতা, গাজর, আপেল আর ফুলকপি দিয়ে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় স্কুলশিক্ষার্থীরা অংশ নেয়, আর ছিল একটি ছোট কনসার্টও। সেখানে শিশুরা কচ্ছপের জন্য গান গায় এবং নানা রকম প্রাণিবন্ধুদের নিয়ে পরিবেশনা করে।
এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি এবং সচেতনতা বাড়ানোর জন্য। আয়োজকরা বলেন, ‘আমরা চাই সবাই জানুক, প্রতিটি প্রাণীর জীবন মূল্যবান, এবং তাদেরও উদযাপনের অধিকার আছে।’ এই ব্যতিক্রমধর্মী জন্মদিন এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল, আর জনাথন হয়ে উঠেছে প্রাণীপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণা।