ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পুতুলের গ্রাম

অন্যরকম ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:২৪ এএম

জাপানের শিকোকু দ্বীপে রয়েছে নাগোরো গ্রাম। আগে এখানে অনেক মানুষের বসবাস থাকলেও নাটকীয়ভাবে বর্তমানে কমে গেছে।

গ্রামের অধিকাংশ মানুষ কর্মসংস্থানের সন্ধানে অন্য জায়গায় চলে গেছে। এখন যারা রয়েছে তাদের অধিকাংশই বৃদ্ধ। আয়ানো সুকিমি নামের এক মহিলা যখন গ্রামে ফিরে আসেন, তখন গ্রাম জনশূন্য দেখে তিনি কষ্ট পান। সে দিনই তিনি সিদ্ধান্ত নেন, গ্রাম থেকে যারা চলে গেছে, সেসব জায়গার জন্য তিনি একটি করে পুতুল তৈরি করবেন। এ রকম পুতুল তৈরি করে গ্রামের বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন।

এখন সেই গ্রামে মানুষের বদলে জায়গা করে নিয়েছে পুতুলেরা। সুকিমির এ কাজের ধারণা হঠাৎ-ই এসেছে। ১২ বছর আগে তিনি পাখিদের ভয় দেখানোর জন্য পুতুল তৈরি করতেন। এখন তিনি গ্রামের জনশূন্যতার অভাব মেটানোর জন্য তৈরি করেন। এখন পর্যন্ত তিনি ৩৫০টির বেশি কাকতাড়ুয়া তৈরি করেছেন। কাকতাড়ুয়া বানানোর জন্য তিনি লাঠি, কাগজ ও কাপড়ের ব্যবহার করেন। তাদের দেখাশোনা করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়। এখন অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। তাই তো পুতুলগুলোকে সুন্দর কাপড় পরিয়ে রাখার প্রয়োজন পড়ে।