ইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী। বহু আগেই তিনি তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ মনোযোগ দিয়েছেন। এরইমধ্যে বিগত কয়েকদিনে তার ইউটিউব চ্যানেলে তার কণ্ঠে প্রচলতি ছয়টি ফোক গান প্রকাশিত হয়েছে। গানগুলো হচ্ছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’, ‘কেনো হলো দেখারে’, ‘কৃষ্ণ আইলো রাঁধার কুঞ্জে’, ‘প্রাণের জ¦ালা’, ‘ভালোবাসা এমন কেন’, ও ‘ওরে চিকন কালা’। এই গানগুলো প্রকাশের পর বলা যায় প্রতিটি গানই শ্রোতাদর্শকের কাছে ভীষণ ভালোলাগার সৃষ্টি করেছে।
জুঁই বলেন, ‘আমি তো মূলত একজন ফোক ঘরানার সংগীতশিল্পী। ফোক গান গাইতেই বেশি ভালোবাসি আমি। দেখা গেছে এমন অনেক শিল্পী আছেন যারা এখন ফোক গানের প্রতিও মনোযোগী হয়ে উঠছেন। কারণ ঢাকার বাইরে স্টেজ শোতে গান গাইতে গেলে অনেক সময় শ্রোতাদর্শকের কাছ থেকে ফোক গান গাওয়ার অনুরোধ আসে।
যে কারণে যারা আধুনিক গান গেয়ে থাকেন তারাও এখন ফোক গানের প্রতি মনোযোগী হয়ে উঠছেন। এমন কী তারা বিভিন্ন চ্যানেলেও এখন ফোক গান পরিবেশন করেন। এটা আমার কাছে অনেক ভালোলাগার, কারণ একজন ফোক সংগীতশিল্পী হিসেবে বিষয়টা আমাকে আনন্দ দেয়। আর আমিতো সবসময়ই ফোক গান গাই, মা মাটি দেশের গান গাইতেই আমার বেশি স্বাচ্ছন্দ্য।
এরইমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আমার কন্ঠে আরো বেশকিছু প্রচলিত ফোক গান প্রকাশিত হয়েছে। এই গানগুলো প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী এখনো যে ফোক গানের প্রতি মানুষের প্রবল আগ্রহ আছে তা আমি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারি। সত্যি বলতে কী ফোক গানের মাঝেই গ্রাম বাংলার কথা, গ্রাম বাংলার মানুষের কথা, মনের কথা উঠে আসে। মানুষের আবেগও অনেক বেশি ফোক গানকে ঘিরেই। যারা আমার গানের নিয়মিত শ্রোতা তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন