‘হুব্বা’ নির্মাণের পর নতুন সিনেমা নির্মাণে পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসুকে। মোশাররফ করিমকে নিয়ে ২০২৪ সালে ‘হুব্বা’ নির্মাণ করেছিলেন এ নির্মাতা। ফের নতুন সিনেমা নির্মাণে নামছেন তিনি। নাম ‘শেকড়’। এবার এ সিনেমায় দেখা যাবে দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
আগামী সেপ্টেম্বরে বেনারসে ‘শেকড়’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর টানা বোলপুরে ও কলকাতায় শুটিং হবে। ২০২৬ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঢাকার চঞ্চল চৌধুরী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হবে ‘শেকড়’ সিনেমাটি। এ সিনেমার গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বলেন, ‘আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চিরন্তন। ২০২৫ সালে আমি তার দুটি গল্প নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি। সংলাপ লেখায় আমাকে সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যয়।’
এরপর তিনি যোগ করেন, ‘বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে। আমার মনে হয় যে সামাজিক চিৎকার চলছে। সেটা মানুষের আত্মাকে ধ্বংস করছে। শিল্পের মাধ্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়। তাহলে চিরন্তন মানবিকতার কাছে ফিরে যেতে হবে।’
পাশাপাশি দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে সিনেমার গল্প এগিয়ে যাবে। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা লোকনাথ দে। বৃদ্ধা নারীর চরিত্রে অভিনয় করবেন সীমা বিশ্বাস। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন, তার ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী বসু। ‘শেকড়’ সিনেমাটি প্রযোজনা করছেন ফিরদাউসুল হাসান। সংগীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন