রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:৪৭ এএম

আমি প্রেমে বিশ্বাস করি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:৪৭ এএম

আমি প্রেমে বিশ্বাস করি

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনার শেষ নেই। এবার নতুন করে খবরে উঠে এলেন অভিনেত্রী মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মালাইকা দীর্ঘদিন আলোচনায় ছিলেন। তবে সেই সম্পর্কও গত বছর ভেঙে যায়। এখন মালাইকার মুখে উঠে এলো দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কখনো না বলা উচিত নয়। আমি একজন হার্ডকোর রোম্যান্টিক মানুষ, আমি প্রেমে বিশ্বাস করি, তাই কখনো না বলা উচিত নয়।’

এরপর মালাইকাকে জিজ্ঞাসা করা হয়, তিনি নতুন প্রজন্মকে কী বার্তা দিতে চান? সে প্রসঙ্গে বলেন, ‘বিয়ের জন্য সময় নিন। মেয়েরা বুঝতে শিখুন এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো প্রয়োজন নেই। কিছু কাজ করা শুরু করুন প্রথমে, নিজেকে স্বাধীন করুন, নিজের পায়ে দাঁড়ান। জীবনকে বুঝুন, দেখুন। আমি যখন বিয়ে করি তখন আমি খুব ছোট ছিলাম।’

এ সময় মালাইকার কারিনা এবং কারিশ্মার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল। সেই প্রসঙ্গেও তিনি কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সবসময় একে অপরের পাশে থাকি। যখন ওদের আমার প্রয়োজন হয়, আমরা সেখানে থাকি এবং যখন আমাদের ওদের প্রয়োজন হয়, ওরা সেখানে চলে আসেন।’

মালাইকা আরও বলেন, ‘যদি আপনারা কঠিন সময়ে একে অপরের সঙ্গে থাকেন, তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমরা সবসময় একে অপরের সঙ্গে থাকি। সবকিছু ঠিক আছে কি না, তা দেখি।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে করেন মালাইকা। চার বছর পর ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। ২০১৬ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।

সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, আবার বিয়ে করার কথা কি তিনি ভাবছেন? মালাইকা খোলামেলা ভঙ্গিতে বলেন, ‘নেভার সে নেভার। কখনো না বলো না। আমি প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সবকিছুতে আমার আস্থা আছে। তাই কখনো না বলার কিছু নেই।’

বিয়ে প্রসঙ্গে মালাইকার খোলামেলা সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে জল্পনা শুরু হয়েছে— তবে কি খুব শিগগিরই নতুন প্রেম বা বিয়ের খবর শোনাতে চলেছেন মালাইকা?

অর্জুন কাপুরের সঙ্গে প্রায় ছয় বছরের সম্পর্কের পর গত বছর ভাঙন ধরে। ‘সিংঘম এগেইন’-এর প্রচারে গিয়ে অর্জুন নিজেই জানান যে তিনি এখন সিঙ্গল। এরপর থেকেই মালাইকা ও অর্জুনের আলাদা হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। যদিও তারা দুজনই পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন।

ব্যক্তিগত জীবনে গত বছরটা মালাইকার জন্য বেশ কঠিন ছিল। শুধু প্রেম ভাঙন নয়, বাবাকেও হারাতে হয়েছে তাকে।

বলিউড মহলের মতে, মালাইকা সবসময় আত্মবিশ্বাসী এবং খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত। এবার দ্বিতীয় বিয়ে নিয়ে তার ইঙ্গিত আবারও প্রমাণ করল তিনি নতুন যাত্রার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!