ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

অপেক্ষার অবসান

রেজাউল করিম খোকন
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:১৪ এএম

সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতে নিয়েছিলেন ভারতের মেয়ে হারনাজ সান্ধু। আর এর মধ্য দিয়ে ২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছিল ভারতের। ইসরায়েলের এইলাতে ২০২১ সালে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়েছিলেন হারনাজ।

২৫ বছর বয়সি এই সুন্দরী চ-ীগড়ের মডেল। ওই শহর থেকেই পড়াশোনা করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত হারনাজ। তার ঝুলিতে রয়েছে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব। তবে মিস ইউনিভার্স শিরোপা জিতে নিজের স্বপ্নপূরণে সফল হয়েছিলেন হরনাজ।

তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা রয়েছে, ‘তুমি এমনভাবে জ্বলে ওঠো যাতে এই গোটা বিশ্ব ব্রহ্মা- তোমার হয়।’ আর যেমন কথা তেমনই কাজ, এদিন সত্যিই নিজের রূপ, লাস্য আর বুদ্ধিমত্তার জাদুতে গোটা ব্রহ্মা-ের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন তিনি। সৌন্দর্য প্রতিযোগিতায় সফল হয়ে অতীতে বলিউডে পা রেখেছেন একাধিক নায়িকা।

তালিকায় রয়েছেন জুহি চাওলা থেকে শুরু করে সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত তাবড় নায়িকা। সেখানেই নতুন নাম যুক্ত হয়েছে প্রাক্তন ব্রহ্মা- সুন্দরী হারনাজ সান্ধু। হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। কারণ, বিশ্ব সুন্দরীর তকমা জেতার পরই বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি ‘বলিউড’-এর দরজা খুলে যায় ভারতীয় প্রতিযোগীদের জন্য। ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন, লারা দত্ত, মানসী চিল্লার-এর মতো বিখ্যাত বলিউড তারকা রয়েছেন সেই তালিকায়।

এই তারকারা বিশ্ব সুন্দরী হওয়ার পরপরই বলিউডে নাম লেখিয়ে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। তবে ভারত থেকে সর্বশেষ বিশ্ব সুন্দরীর খেতাব জেতা হারনাজ সান্ধুকে এতদিন বলিউডে দেখা যায়নি। ২০২১ সালে মিস ইউনিভার্স হওয়ার পর হারনাজ মডেলিং করলেও অভিনয়ে নাম লেখাননি। কিন্তু তাকে বলিউডের পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। 

হারনাজ অভিনয় করেছেন বলিউডের সিনেমায়। তবে যেনতেনভাবে তার অভিষেক হচ্ছে না। বলিউডের সুপারহিট সিনেমা ‘বাঘি’র চার নম্বর সিক্যুয়ালে নায়িকা হিসেবে দেখা যাবে এই ডাকসাইটে সুন্দরীকে। টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি’র সিক্যুয়ালে এ পর্যন্ত তার নায়িকা হিসেবে দেখা গেছে শ্রদ্ধা কাপুর (দুই বার) ও দিশা পাটানিকে (একবার)।

এবার ‘বাঘি ৪’-এ টাইগারের সঙ্গে রোমান্স করবেন হারনাজ। টিজার মুক্তির পর মুক্তি পেয়েছে ‘বাঘি ৪’-এর প্রথম গানের প্রোমো। তাতে টাইগারের সঙ্গে দারুণ গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন হারনাজ। বহুল প্রতিক্ষীত সিনেমাটি মুক্তি পাবে আসছে ৫ সেপ্টেম্বর।

দীর্ঘদিন ধরেই হারনাজ বলিউডে পা রাখতে ইচ্ছুক ছিলেন। তবে সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন। সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি প্রযোজনা করেছেন। আগামী দিনে বলিউডে হরনাজের দৌড় লম্বা হতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। ‘বাগী ৪’-এ টাইগার ছাড়াও রয়েছেন সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্ত। সঞ্জয় সিনেমাটিতে খলচরিত্রে রয়েছেন। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিনেমায় তার প্রথম ঝলক। সিনেমাটির জন্য টাইগারও তার পেশিবহুল শরীরের পাশাপাশি ছোট চুল এবং একগাল দাঁড়িতে তার লুক আকর্ষণীয় করেছেন।

২০১৬ সালে মুক্তি পায় ‘বাগী’ সিরিজের প্রথম পর্ব। এই সিনেমার মাধ্যমেই ‘অ্যাকশন হিরো’ হিসেবে বলিউডে নিজের অবস্থান স্পষ্ট করেন টাইগার। তার পর ২০১৮ এবং ২০২০ সালে মুক্তি পায় যথাক্রমে ‘বাগী ২’ এবং ‘বাগী ৩’। সিনেমাগুলো দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। চতুর্থ পর্ব দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

এদিকে, অনেকেই মনে করছেন সুস্মিতা সেন ও লারা দত্তের মতো ২৫ বছর বয়সি হারনাজও বলিউড ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার গড়বেন। কিন্তু জানেন কি নতুন এই বিশ্বসুন্দরী অনেক আগেই রুপালি পর্দায় পা রেখেছেন। ক্যামেরার সামনে অনেক আগেই দাঁড়িয়েছেন হারনাজ। অভিনয় করেছেন পাঞ্জাবি সিনেমাতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করছেন এই সুন্দরী।

কালারস চ্যানেলে প্রচারিত ‘উধারিয়া’ সিরিয়ালের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ এবং ‘মিস ইউনিভার্স’ এসেছেন। কিন্তু ভারত থেকে যারা বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছেন তারা অন্য দেশের বিজয়ীদের থেকে এক দিক থেকে এগিয়েই থাকেন।

অবসর সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, যোগ ব্যায়াম করা, নাচের অনুশীলন কিংবা ঘোড়া ছোটাতে ভালোবাসেন হারনাজ। দাবা খেলাতেও পারদর্শী সে। জলের সঙ্গে ভারি বন্ধুত্ব হারনাজের। সময় পেলেই সুইমিং পুলে গা ভিজিয়ে নেন তিনি। নিজেকে ‘ওয়াটার বেবি’ বলে পরিচয় করিয়ে দিতে ভালোবাসেন। কষ্ট করলে তবেই কেষ্ট মেলে, মনেপ্রাণে বিশ্বাসী হারনাজ।

তিনি জানিয়েছেন, তাদের সঙ্গে জীবনে সেরাটা ঘটে যারা বিশ্বাস রাখে, চেষ্টা চালিয়ে যায়, শেখার আগ্রহ দেখায় এবং সবসময় কৃতজ্ঞ থাকে। গোটা ব্রহ্মা-ের সেরা এই সুন্দরীর জন্ম চ-ীগড়ের এক পাঞ্জাবি পরিবারে। সেই শহরের পড়াশোনা তার। পাশাপাশি দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন হারনাজ। পেশায় মডেল হওয়ার পাশাপাশি ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী হারনাজ ইতোমধ্যেই দুটি পাঞ্জাবি সিনেমাতে অভিনয় করেছেন। যার একটি ‘বাই জি কুট্টাংগে’।

২০১৭ সালে মিস চ-ীগড় হয়েছিলেন এই সুন্দরী। এরপর ২০১৮ সালে এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হারনাজ। অতঃপর ২০২১ সালের সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হারনাজ। সেখান থেকেই মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। অবশেষে সেই মঞ্চেই ভারতের নাম উজ্জল করল চ-ীগড়ের এই মেয়ে।

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় ছক ভাঙার অনুপ্রেরণা হারনাজ পেয়েছেন মায়ের কাছ থেকে। পেশায় তার মা এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মা-ই তার সব শক্তির উৎসস্থল জানিয়েছেন হারনাজ। প্রিয়াঙ্কা চোপড়ার অনুরাগী হারনাজ। দুই হাজার সালের মিস ওয়ার্ল্ডই তার অনুপ্রেরণা।