সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে (৩৩) গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
শামীম হোসেন তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিছুদিন ধরে পরিবারসহ ডুমুরিয়ায় বসবাস করছিলেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শামীমের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি বলেন, ‘শামীম অনেকদিন ধরে ডুমুরিয়ার আঠারোমাইলে বসবাস করছিলেন। তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে তেমন কিছু জানা নেই। গতকাল রাতে তার হত্যার খবর শুনেছি।’
এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’