ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মঞ্চই যার ধ্যান-জ্ঞান

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:৫০ এএম

বাংলাদেশের নাট্যপ্রেমীদের নিশ্চয়ই এখনো মনে আছে বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘রূপনগর’র কথা।  শেখ রিয়াজ উদ্দিন বাদশা নির্দেশিত ও ইমদাদুল হক মিলন রচিত ‘রূপনগর’ নাটকের তিনটি চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন, প্রয়াত গুণী অভিনেতা খালেদ খান, রফিকুল্যাহ সেলিম ও মিজানুর রহমান।

খালেদ খানের মুখে ‘ছি ছি তুমি এত খারাপ’, রফিকুল্যাহ সেলিমের মুখে ‘শাইম্মা হালায়’ ও মিজানুর রহমানের মুখে ‘ফুটা কইরা দিমু’ সংলাপটি নব্বই দশকে নাটকে জনপ্রিয় হয়ে উঠা সংলাপ ছিল। সেই মিজানুর রহমানকে এখনো দর্শক মাঝে মাঝে নিজের অজান্তে খুঁজে বেড়ান।

কুমিল্লার সন্তান মিজানুর রহমান উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ^বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই স্কুলে স্বাধীনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানে নাটকে অভিনয় করতেন তিনি। ১৯৮৩ সালে ঢাকায় আসার পর তিনি ‘ঢাকা পদাতিক’ নাট্যদলে যোগ দেন। সেই থেকে এখন পর্যন্ত এই দলের সঙ্গেই যুক্ত আছেন। এই দলের তিনি সর্বশেষ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মিজানুর রহমান বর্তমানে ‘পথ নাটক পরিষদ’-এরও সভাপতি।