শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১১:৩৭ এএম

সামান্থার জয়জয়কার

রেজাউল করিম খোকন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১১:৩৭ এএম

সামান্থা রুথ প্রভু

সামান্থা রুথ প্রভু

সেরা ১০ ভারতীয় অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে ওরম্যাক্স মিডিয়া। এই তালিকায় গত জুলাই মাসের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের নাম প্রকাশিত হয়েছে। যে তালিকায় মাত্র দুজন বলিউড অভিনেত্রী স্থান পেয়েছেন, বাকি ৮ জনই দক্ষিণ ভারতের। তালিকায় জেনে নেওয়া যাক কোনো ভারতীয় অভিনেত্রী এক নম্বরে রয়েছেন।

ওরম্যাক্স মিডিয়ার রিপোর্টে অনুসারে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক নম্বরে নিজের স্থান করে নিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং তৃতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাহলে খুব সহজেই বলা যায়, বলিউড এবং দক্ষিণী সিনেমা উভয় ক্ষেত্রেই সব নায়িকাদের টেক্কা দিয়েছেন সামান্থা। এই অভিনেত্রীকে বলা হয় দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৫ বছরের অভিনয়জীবন তার। ক্যারিয়ারের পেছনেই নিজের সব সময় ব্যয় করেছেন। কিন্তু এবার নিজের ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে চান দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমানে তার কাছে সবকিছুর ঊর্ধ্বে মানসিক ও শারীরিক স্বাস্থ্য। এ কারণে তিনি এখন বেছে বেছে সিনেমা করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র সেই কাজগুলোই করবেন যা তার মনের মতো হবে এবং যেগুলোতে তিনি পুরোপুরি আগ্রহী। মানসিক ও শারীরিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যারিয়ারের গতিপথ বদলাচ্ছেন তিনি।

সামান্থা বলেন, আমি এমন কিছু কাজ করব যা করতে আমি অত্যন্ত আগ্রহী। সেই সঙ্গে আমার শারীরিক ও মানসিক ফিটনেস নিয়েও সচেতন থাকব। আমি এমন অনেক কাজ করেছি ক্যারিয়ারে, যা করতে মোটেও প্রস্তুত ছিলাম না। এখন থেকে আমি সেই কাজগুলোই করব যা আমার স্বপ্নের প্রজেক্ট হবে। অভিনেত্রী আরও বলেন, আমি এখন একবারে পাঁচটি সিনেমার বেশি শুটিং করি না। একটি জিনিস বুঝতে পেরেছি, আমাকে শরীরের কথাও শুনতে হবে। তাই আমি যে পরিমাণ কাজ করতাম তা কমিয়ে দিয়েছি। তবে এখন যেসব কাজ করি, সেখানে নিজের সামর্থ্যরে পুরোটা কাজে লাগাই।

সামান্থা বর্তমানে কাজ করছেন ‘রক্ষিত ব্রহ্মা-: দ্য ব্লাডি কিংডম’ সিনেমাতে, যেখানে তার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। এ ছাড়াও একটি তেলেগু সিনেমাতেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, সিনেমাটির নাম ‘শুভম’। এর আগে তাকে দেখা গেছে অ্যাকশনে ভরপুর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে, যেখানে তিনি রাজ ও ডিকের নির্মিত একটি স্পাই থ্রিলারে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন।

নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে ফের প্রেমে পড়বেন সামান্থা! ফিরবেন নতুন জীবনের দিকে! অবশেষে অপেক্ষার অবসান। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে করতে চাইছেন না তিনি। তারা নাকি একত্র বাস করবেন!

হায়দরাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে পাকাপাকিভাবে মুম্বাইয়ে থাকছেন সামান্থা! তবু যেন শান্তি নেই সামান্থার। রাজ-সামান্থার সম্পর্কের খবর সামনে আসতে প্রায় নিয়মিত কোনো না কোনো ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। এবার আর লুকোছাপা নয়, প্রকাশ্যে প্রেম করছেন সামান্থা ও রাজ। ছবি ভাইরাল হতেই পাল্টা কটাক্ষ রাজের প্রাক্তন স্ত্রীর।

কিছুদিন আগে আগে আমেরিকায় যান অভিনেত্রী। ডেট্রয়েট শহরের একটি ক্যাফে থেকে বেশ কয়েকটি ছবিও দেন। যদিও ছবিগুলোয় তিনি একা। কিন্তু রাস্তায় রাজের হাত ধরে ঘুরে বেড়াতেই ক্যামেরাবন্দি হন। নিমেষেই ভাইরাল হয় ছবি। সামান্থাকে খুশি দেখে স্বস্তিতে তার অনুরাগীরা। কিন্তু ফের যেন পাল্টা আক্রমণ করলেন রাজের প্রাক্তন স্ত্রী। তিনি নিজের সমাজমাধ্যমে ছোট একটি পোস্ট দিয়ে লেখেন, এসব আমি আগে করে এসেছি।

সামান্থা ও রাজের খবর প্রকাশ্যে আসতেই একের পর এক পোস্ট করছেন শ্যামলী দে। সামান্থা কিছু দিন আগেই একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল, রাজের কাঁধে মাথা রেখেছেন। সেই ছবির পরই অনুরাগীরা অনুমান করতে শুরু করেন সামান্থা ও রাজ সম্পর্কে জড়িয়েছেন। রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী বাঙালি পরিবারের মেয়ে। ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। দীর্ঘদিন প্রেমের পরে বিয়ে হয়েছিল সামান্থা রুথ প্রভু ও নাগ চৈতন্যের। তবে সেই বিয়ে স্থায়ী হয়নি। শোনা যায়, শোভিতা ধুলিপালার সঙ্গে নাগ চৈতন্যের ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাদের। স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কি না, এই বিষয়ে কখনো জানার চেষ্টা করেননি সামান্থা? নাগের চলাফেরায় কখনো নজরদারি করেননি তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে।

‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়ি পাতা বা কারো উপর নজরদারি, এসব কিছুই করেননি তিনি। তবে এক পুরোনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন, একজনের উপরে তার নজরদারি চালানো উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। প্রশ্ন উঠেছিল, সামান্থা কি নাগ চৈতন্যের কথা বলছেন?

সামান্থা সেই সাক্ষাৎকারে বলেছিলেন, গুপ্তচরের কোনো গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভালো হতো। একজনের উপরে আমি নজরদারি করতাম। হাসতে হাসতেই এই মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন, আমি নিশ্চিত। সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না।

গত বছর শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী তারকা নাগ চৈতন্য। দক্ষিণের আচার মেনেই তারা চার হাত এক করেছিলেন। তবে সামান্থা এখনো একাকী। শেষ তাকে দেখা গিয়েছে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজেই।

২০১৭ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় নাগা চৈতন্যের। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশি দিন টেকেনি। নাগা অবশ্য এগিয়ে গিয়েছেন, খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী। অন্যদিকে, নিজের মনের দরজায় খিল দিয়েছেন সামান্থা, অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। নাগা-শোভিতার বিয়ে হয়ে যাওয়ার আগে থেকেই সমাজমাধ্যম থেকে নাগার সঙ্গে তার বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেছেন সামান্থা। কিন্তু সবটা পারেননি।

এদিকে, শোভিতার সঙ্গে বিয়ের পর তাদের সুখী গৃহকোণের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নাগা। তবে প্রাক্তন স্বামীর সুখ দেখে হিংসে হচ্ছে সামান্থার? অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে নাগার সামনেই সামান্থা বলেছেন, তুমি জানো আমি তোমাকে বেশি ভালোবাসি। তবে গত তিন বছরে যেন পুরোনো সামান্থার অনেকটাই বদল ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী। মানসিকভাবে আরও বেশি দৃঢ় হয়েছেন।

তিনি নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, এই বিচ্ছেদ তার ইচ্ছেতে হয়নি। তাকে শুধুই গ্রহণ করতে হয়েছে। বিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হন। মায়োসাইটিস রোগে আক্রান্ত হন তিনি। এখনো চিকিৎসা চলছে। তবে আগের তুলনায় ভালো আছেন সামান্থা। তাই হিংসের কোনো জায়গা নেই তার জীবনে।

সামান্থার কথায়, আমি আমার জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। আমি এই হিংসে নামক অনুভূতিটা বুঝি না। আমি আমার মনকে এসবের থেকে দূরে রেখেছি। জীবনে বাকি সব পরিস্থিতি উনিশ-বিশ হতে পারে। কিন্তু হিংসের জায়গা নেই। 

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু দেহে ‘টক্সিন টেস্ট’-এর মাত্রা কতটুকু তা পরীক্ষা করিয়েছেন। দেহে ক্ষতিকারক পদার্থের পরিমাণ বৃদ্ধি পেলে নানা রোগের আশঙ্কা বাড়ে, তাই ‘টক্সিন টেস্ট’ করিয়েছেন তিনি। সম্প্রতি সেই টেস্ট পরীক্ষা করে উপকারও পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে টক্সিন টেস্ট করানো প্রসঙ্গে সামান্থা লিখেছেন, আপনারা সবাই জানেন, আমি সুস্থ থাকতে পছন্দ করি। তাই নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাই, শরীরচর্চা করি। সম্প্রতি আমার দেহের টক্সিনের মাত্রা পরীক্ষা করিয়েছি।

অভিনেত্রী বলেন, আমি কল্পনাও করিনি যে আমার দেহে ‘বিষ’ থাকতে পারে। কিন্তু আমার পরীক্ষার রিপোর্টে বেশ কিছু খনিজের অতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। এ থেকে আমি উপকারও পেয়েছি।

‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত সামান্থা পরামর্শ দিয়ে বলেন, সুস্থ থাকতে হলে ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা বা দেহে বিভিন্ন বিষাক্ত পদার্থের উপস্থিতি জানা থাকলে সুবিধা। আপনিও টক্সিন টেস্ট করে দেখুন। এ থেকে ভালো উপকার পাবেন।

তিনি বলেন, এ মুহূর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ‘ডিটক্স’ করতে উদ্যোগী হয়েছেন। এ প্রক্রিয়ার জন্য তার তিন থেকে চার মাস সময় প্রয়োজন বলে জানান সামান্থা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!