ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

কাজ নেই বাপ্পির

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:৪০ পিএম

ঢালিউড সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ক্যারিয়ারের শুরুটা তার ভালো হলেও বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ফ্লপ-এর তালিকায় জায়গা করে নিয়েছেন এই নায়ক। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ার কারণে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রযোজক ও পরিচালকরা।

এমনকি অনেক নায়িকাও বাপ্পির সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করছেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে তারা কিছু না বললেও বিষয়টি একাধিকবার সামনে এসেছে। বাপ্পি অভিনীত শেষ কয়েক বছরের মুক্তিপ্রাপ্ত এক ডজনের মতো সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। দুই বছর ধরে সিনেমাখরায় এই নায়ক।

কাজহীন বাপ্পি সম্প্রতি চুপিসারে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এরপর থেকেই চলচ্চিত্রপাড়ায় চাউর হয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য এই নায়ক সেখানে গিয়েছেন। যদিও বাপ্পির দাবি, এ কথা সত্য নয়। তবে একাধিক সূত্র দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছে বাপ্পি স্থায়ী হওয়ার জন্যই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। আরও কয়েক মাস সেখানেই থাকবেন।

বাপ্পি বলেন, ‘পারিবারিক ব্যবসায়িক কাজেই এখানে এসেছি। আগামী মাসেই দেশে ফিরব। বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই।’ তাকে নতুন সিনেমায় দেখা যাচ্ছে না সে কথা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচনে সহ-সাধারণ সম্পাদকের পদে নির্বাচনে অংশ নিয়ে ভরাডুবির পর থেকেই আড়ালে আছেন বাপ্পি। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক রকিবুল ইসলাম রাকিব বলেন, ‘অমিত হাসান ও শাকিব খানসহ অনেকেই দ্বিতীয় নায়ক হিসেবে অসংখ্যা সিনেমা করেছে। আর এখনকার যে যেসব নায়করা সিনেমায় আছে, তারা কেউ দ্বিতীয় নায়ক করতে চায় না। যেমন বাপ্পি অভিনয়ের ‘অ’ও জানে না কিন্তু প্যারালাল চরিত্রে কাজ করতে চায় না। বাপ্পির সিনেমা দশটি হলে চালাতে পারে না পরিচালকরা। তাহলে ওরে চিনবে কি করে? তার মধ্যে ১৫ লাখ টাকা পারিশ্রমিক চায়। তাহলে কীভাবে ওরে নিয়ে সিনেমা বানাবে।’

বেশ কয়েক বছর দেশে পূজা উদযাপন করলেও প্রথমবারের মতো দেশের বাইরে অংশ নিচ্ছেন বাপ্পি সাহা। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে পূজা পালন করছেন বলে জানিয়েছেন তিনি।