চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা এলেই শিল্পীরা প্রতি বছর নতুন গান বানাতে ব্যস্ত হয়ে পড়েন। বরারের মতো এবারও পূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে বর্তমান সময়ের সংগীতশিল্পী পিজিত মহাজনের নতুন গান ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’।
গানটির কথা লিখেছেন গীতিকবি শেখ নজরুল। সুর, সংগীত এবং ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। প্রযোজনা করেছে পিএম রেকর্ডস। সংগীতায়োজনে ছিলেন ওয়াহেদ শাহীন, মেন্ডোলিন বাজিয়েছেন পাবেল এবং দৃশ্যধারণ করেছেন রাহুল।
গানটিতে পিজিতের সঙ্গে আরও তিনজন কণ্ঠ দিয়েছেন। তারা হলেন- পলাশ, অথি ও পিয়া। নৃত্য পরিচালনা করেছেন শ্যামা ও তার টিম। এ নিয়ে পিজিত মহাজন বলেন, ‘পূজায় নতুন গান ছাড়া পূজা জমে না! প্রতিবারই আমি বিশেষ একটি সামাজিক বার্তা নিয়ে গান বাঁধার চেষ্টা করি। কখনো সামাজিক বৈষম্য দূর করার কথা, কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক। এবারের বার্তা, আমাদের দেশ ও মাতৃভূমি ভালো নেই, রাজনৈতিক অস্থিরতায় সবাই কষ্টে আছেন। তাই গানের মূল প্রতিপাদ্য এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি। আশা করি, সবার পছন্দ হবে।’