ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

শিক্ষক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:৫৪ এএম

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মো. হাইমদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুস সুন্নাহ্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে মাদ্রাসার পাশে মাঠে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্র”তগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় গাড়িটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।