সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুন লেগে আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার দুপুরে পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাড়ির মালিকেরা হলেনÑ সুকুমার রায়, মাধবী মালি, তপন দত্ত, শংকর কুমার, গৌতম কুন্ডু, সঞ্জীব দাস, বিমল দাস ও সুমন মালি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে প্রথমে তপন দত্তের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের বাড়িগুলোতে দ্র”ত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে।