ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বৃক্ষমেলার উদ্বোধন

বাসাইল টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৩:৪৫ এএম

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ৭ দিনব্যাপী মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগের আয়োজনে এই মেলার আয়োজন করা হয়। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।

এর আগে সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এস সাইফুল্লাহ, ফুড টেকনোলজি এন্ড মিউটেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. লুৎফুননেছা বারি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শমসাদুল আখতার শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।