ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাঁশখালীর কিংবদন্তি ডা. পি সি পালের নাগরিক সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:২২ এএম

‘আমরা কারো মৃত্যুর পর তার কৃতিত্ব স্মরণে ব্যস্ত হই, অথচ জীবিত অবস্থায় সম্মান জানাতে কুণ্ঠা বোধ করি।’ এই মর্মস্পর্শী উপলব্ধি থেকেই বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম আয়োজন করে এক ব্যতিক্রমী নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে জীবদ্দশাতেই সম্মান জানানো হলো বাঁশখালীর গণমানুষের আপনজন, কিংবদন্তি চিকিৎসক ডা. পরেশ চন্দ্র পাল (পি সি পাল)-কে।

গত শনিবার বিকেল ৩টায়, চট্টগ্রাম সিনিয়রস ক্লাব অডিটরিয়ামে এই অনন্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিকিৎসক, রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। ডা. পি সি পালের জীবনের কর্মযজ্ঞ, মানবিক অবদান এবং চিকিৎসাসেবায় তার নিঃস্বার্থ ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক এ ওয়াই এম জাফর। প্রধান অতিথি ছিলেন, প্রখ্যাত চিকিৎসক ডা. এম কে সরকার। অনুষ্ঠানে ডা. পি সি পালের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং প্রকাশিত হয় ১৬৮ পৃষ্ঠার স্মারকগ্রন্থ ‘সংশপ্তক’।

সংবর্ধিত ডা. পি সি পালকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও উপহার সামগ্রী দেন আয়োজকেরা। এ ছাড়া বাঁশখালীর বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ডা. সৈয়দ মেজবাহুল হক, ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবু ইউসুফ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন, ডা. রশিদ আহমেদ ও অঞ্জন কুমার দাশ।

এ ছাড়া বক্তব্য দেন, অধ্যক্ষ আবদুল আহাদ, ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. ফররুখ আহমদ, প্রফেসর ড. সিদ্দিক, আহমেদ চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, সাখাওয়াত জামাল দুলাল, আলমগীর কবির, মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট কফিল উদ্দিন, ডা. মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম হোসাইনি, ইফতেখার মহসিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন রাজ্জাক প্রমুখ।