মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৩৩ এএম

রাঙামাটিতে দেয়াল ধসে শিশুসহ আহত ৫

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:৩৩ এএম

রাঙামাটিতে দেয়াল ধসে শিশুসহ  আহত ৫

টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি জেলার রাঙামাটিতে গতকাল সোমবার সকালে দেয়াল ধসে পড়ার ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া কালভার্ট ধসে গিয়ে একটি এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

দেয়াল ধসের ঘটনাটি ঘটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের পেছনে। আহতরা হলো- রোজি আক্তার (৪০), মো. কুদ্দুস (৩৫), রানা (৯), সাদিয়া (৪) ও তাবাসসুম (৪)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে, রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ছোটডলু বড়ইছড়ি বটতলী সড়কে কালভার্ট ধসে পড়ায় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিকল্প উপায়ে সড়ক যোগাযোগ সচল করার জন্য দ্রুত কাজ শুরু করা হয়েছে।

অব্যাহত বর্ষণে পাহাড়ধসের শঙ্কাও বাড়ছে। বিশেষ করে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও কাউখালী-ঘাগড়া সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রাঙামাটি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দ্রুত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে প্রচারণা ও প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!