কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধরলা সেতুসংলগ্ন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. শফিকুল ইসলাম। তিনি উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম বলেন, ধরলা সেতুসংলগ্ন পুলিশ বক্সে দায়িত্ব পালনের সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় চালককে জিজ্ঞেস করলে তিনি মোটরসাইকেলে মাদক আছে বলে স্বীকার করেন। পরে মোটরসাইকেলের সিটকভারের নিচে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শফিকুলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।