ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

রাস্তা দেওয়ায় বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:০৪ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা দুর্গামন্দিরের জমি দিয়ে মুসলমান বাসিন্দার চলাচলের রাস্তা করে দেওয়ার নির্দেশের প্রতিবাদে উপজেলা নির্বাহি কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে বিক্ষোভ করেছেন মন্দির কমিটির সদস্য, ভক্ত, পূজারিরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বলিদ্বারা এলাকায় উপজেলা পরিষদের সামনে তারা ইউএনওর বিরুদ্ধে স্লোগান দেন। পরে ইউএনও মো. শাফিউল মাজলুবিন রহমান মন্দিরের পূজারি ও দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠকে বসেন এবং মন্দির কমিটির লোকজনের দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করেন। এ সময় উপস্থিত ছিলেন বলিদ্বারা দুর্গামন্দির কমিটির সভাপতি সেবলাল রায় ও সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ রায়। প্রসঙ্গত, বলিদ্বারা গ্রামের রহমান আলীর ছেলে শফিকুল ইসলাম সম্প্রতি ওই মন্দিরের পাশে জমি কিনে বাড়ি করেন। তার যাতায়াতের কোনো রাস্তা না থাকায় তিনি ইউএনওর দ্বারস্থ হন। পরে ইউএনও মন্দিরের মাঠের মধ্য দিয়ে রাস্তা করার অনুমতি দেন।