নাটোরের সিংড়ায় মাধ্যমিক, উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে নির্বাচিত ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) নাজনীন সুলতানা, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলা প্রমুখ।