ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ইউডিসি উদ্যোক্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৪০ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের ইউডিসি উদ্যোক্তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
গত সোমবার রাত থেকে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে ধুবিল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে আলিফ হোসেনকে তার অফিস কক্ষে ইয়াবা সেবনের সময় দেখা গেছে। ভিডিওটি ছিল প্রায় ১ মিনিট ১০ সেকেন্ড। এতে তিনি সহযোগী এক যুবকের সঙ্গে বসে গ্যাসলাইট দিয়ে ফয়েল পেপারের ওপর বস্তু গরম করে চিকন পাইপের মাধ্যমে ধোঁয়া টানছেন।


অন্যদিকে, আলিফ হোসেন মুঠোফোনে দাবি করেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমার নয়, এটি আমার গ্রামের প্রতিপক্ষের এক যুবক দ্বারা অপপ্রচার চালানো হচ্ছে।’


ধুবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মো. মোহায়মেনু জানান, ‘আমরা শুনেছি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি অফিস রুমে এমন কাজ করতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, ‘আমার কাছে ভিডিওটি এসেছে, আমরা সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করব। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’