নেত্রকোনার কলমাকান্দায় পুলিনুস দারিং (৪০) নামের এক চা-দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাকি দিতে অস্বীকৃতি জানানোয় পুলিনুসকে হত্যা করা হয়। গত মঙ্গলবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী কমলকান্দা থানায় একটি মামলা করেন, এতে আসামি করা হয় খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত খেলন রেমার ছেলে আইয়ুব মারাককে (৫০)। হত্যার এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত পুলিনুস ওই ইউনিয়নের খানৈই গ্রামের মৃত কালাদিওর ছেলে। তিনি বল মাঠ এলাকায় চা-দোকান করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব প্রায়ই পুলিনুসয়ের দোকানে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন। গত মঙ্গলবার দুপুরে আইয়ুব দোকানে এলে পুলিনুস বাকিতে চা বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে আইয়ুব তার বাড়ি থেকে ছুরি নিয়ে এসে পুলিনুসকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন আইয়ুবকে আটক করে পুলিশে দেয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী অলিভি