ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে মজুতকৃত সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারে অবস্থিত মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭১৫ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে গোডাউনটি সিলগালা এবং মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর মালিক মো. শাহজাহান আলীর গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া ও ৩০০ বস্তা পটাশ সার জব্দ করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।