গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে প্রেসক্লাব, নালিতাবাড়ীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন দেশে একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না।
দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।