বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ সড়ক যেন এখন নামমাত্র মহাসড়ক, বাস্তবে এক প্রাণঘাতী ফাঁদ। বেতাগী বাসস্ট্যান্ড থেকে নিয়ামতি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের অবস্থা এতটাই নাজুক যে যাত্রীদের কাছে তা পরিণত হয়েছে বিভীষিকাময় অভিজ্ঞতায়।
শতাধিক ছোট-বড় গর্ত, উঠে যাওয়া কার্পেটিং এবং সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে ডুবে থাকা পথ, এসবই নিত্যদিনের দুর্ভোগের চিত্র। চার বছর আগে নামমাত্র সংস্কারের পর ফের বেহাল হয়ে পড়েছে এ সড়ক।
সরেজমিন দেখা যায়, সড়কের পিচঢালা আস্তরণ উঠে গিয়ে অসংখ্য গভীর গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে গর্তে পানি জমে গভীরতা বোঝা যায় না, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রিকশা, মাহিন্দ্রা ও মোটরসাইকেল উল্টে যাচ্ছে, বড় বাস ও ট্রাক হেলে-দুলে চলছে। এতে যাত্রীদের জীবন যেমন ঝুঁকিতে, তেমনি যানবাহনেরও বড় ধরনের ক্ষতি হচ্ছে।
বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম হোসেন বলেন, ‘এটাকে মহাসড়ক বলাটাই প্রহসন। বছরের পর বছর ভাঙা রাস্তায় চলতে আমরা ক্লান্ত। দ্রুত নতুন করে নির্মাণ না হলে দুর্ভোগের শেষ হবে না।’
মাহিন্দ্রা চালক মাইনুল ইসলাম জানান, ‘বৃষ্টি হলেই রাস্তা দিয়ে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ে। গর্তে পানি জমে কিছু বোঝা যায় না। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়, আর গাড়ির যন্ত্রাংশও বারবার নষ্ট হয়—আয়ের বড় অংশ মেরামতে চলে যায়।’ স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে কর্তৃপক্ষ শুধু বরাদ্দের আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।