ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুপিয়ে হত্যা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৪২ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা মিয়া ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন একই গ্রামের মৃত বক্তার হোসেনের ছেলে নাজমুল হক (৩৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাজমুল তার বাড়িতে ডেকে নিয়ে তুলা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, পারিবারিক দ্বন্দ্ব ও টাকা-পয়সা লেনদেন নিয়ে এ হত্যাকা- ঘটতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।